ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে মানববন্ধন হয়।
এতে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ আইনজীবী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।