তিতাস নিউজ ডেস্কঃ
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব মা দিবস পালিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শেফালি বেগম। স্কাউট প্রশিক্ষক ফইজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, জাপা নেতা এজেড সুলতান,কবিগীতিকার সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রভাষক নাসরিন আকতার,প্রভাষক প্রশান্ত বসাক, প্রধান
শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।