তিতাস নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের ভৈরবে বাসে উঠতে গিয়ে মিজানুর রহমান মিজান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২০ মে শনিবার রাত নয়টায় শহীদ নজরুল ইসলাম টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানাধিন টিএ রোড এলাকার মৃত চানঁ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, শনিবার রাত নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহণ (ঢাকা মেট্রো – ব-১১-২৪১৯) নামে একটি বাসের সাথে ধাক্কা লেগে মিজানুর রহমান গুরুত্ব আহত হয়। এসময় স্থানীরা ছুটে এসে টোলপ্লাজার কর্তব্যরত কন্সটেবল মাহফুজুর রহমানকে বিষয়টি জানালে তিনি মিজানুর রহমানকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনার পর পর স্থানীয়রা গাড়িটি ধাওয়া করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকা থেকে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ সময় পরিত্যাক্ত গাড়িটি স্থানিয়রা ভৈরব হাইওয়ে থানা পুলিশের কাছে সোপার্দ করে। এ ঘটনায় নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো ঃ মোজাম্মেল হক।