
মো.কবির হোসেন,নবীনগর থেকে:
বহুল প্রতীক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-আশুগঞ্জ সড়কের কাজের শুভ উদ্ভোধন করা হয়।
গতকাল শুক্রবার সকালে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেশখ্যাত ইসলামী আলোচক মুফতী আমজাদ হোসাইন আশরাফী দোয়ার মাধ্যমে দৌলতপুর অংশ থেকে মাটি ভরাট কাজের শুভ উদ্ভোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, MDHB ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোসেন বাবুল, সার্বিক পরিচালনায় আবুল বাশার, সাইট পরিচালনায় আছেন হাজী জসিম উদ্দীন খান ও জাহাঙ্গীর আলম, হাজী মফিজুল ইসলাম মদন, কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ রাশেদ, হাজী আক্তার হোসেন, জনাব মোঃ শিশু মিয়া, জনাব মুসলেম উদ্দীন, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হোসেন সরকার, আবু কালাম মেম্বার, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের গভণিং বডির সাবেক সদস্য মোঃ ফুল মিয়া, কলেজ শাখার বর্তমান সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ফারুক হোসেন ফালু, কামাল হোসেন, রুপ মিয়া মেম্বার, আজিজুল ইসলাম আরিজ, নজরুল ইসলাম, বাছির মিয়া টেইলার্স, ইমাম হোসেন, যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দীন, ইকবাল হোসেন, মনির হোসেন, তারিকুল ইসলাম খান, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবীনগর উপজেলা বাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃষ্ণনগর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিবেশন করেন।