নিজস্ব প্রতিবেদক, তিতাস নিউজ ২৪ || বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন আমাদের এক সাথে কাজ করতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বললেন ব্রাহ্মণবাড়িয়া৫ এর সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
আজ ২৬ আগষ্ট বিকেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি দয়াল বাবা গণিশাহ মাজার প্রাঙ্গণে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ,স্বাধীনতার মহান স্থপিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলার বরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব লুৎফর রহমানের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এসময় আরো উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব, জেলা আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র মেয়র এড শিব শংকর দাস। জেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান সোহেল, নাছির উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগ ও সুধি সমাজের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।
পরে শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ও দুপুরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।