তিতাস নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ ৫৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার বিতরণ করা হয়। ১৩ই মে শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এলজি ইলেকট্রনিকস এর সহোযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন Creating Smile আমরাই করবো জয় সংগঠন আয়োজনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজি বাংলাদেশ এর হেড অফ কর্পোরেট ব্রান্ড জনাব মাহমুদুল হাসান। এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন, দেবিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর এম্বাসেডর পঞ্চগড় জেলার কৃতি সন্তান আব্দুল্লাহ রনি
ক্রিয়েটিং স্মাইল আমরাই করবো জয় সংগঠন এর সভাপতি বাবলুর রশিদ বাবলু, সিনিয়র রোভার মেট সোলাইমান আলি, জেলা ছাত্রলীগ সহসভাপতি আব্দুর রহিম রিপন সহ অনেকে।
এলজি এম্বাসেডর আব্দুল্লাহ রনি বলেন,
পায়ে জুতা নেই তাই হাটতে কতই না কষ্ট হয় কিন্তু যার পা নেই বা পা থেকেই হাটতেই পারেনা তার কি অবস্থা হয় যদি একবার ভাবি বুকটা কেপে উঠে। মুখে অবচেতন ভাবেই চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন।
কিন্তু যারা নিজে হাটা চলায় অক্ষম সেই মানুষ গুলোর আজীবনের কষ্ট,গ্লানি আর নিজের জীবনের প্রতি তিক্ততার কিছু অংশ হলেও ঘুচাতে, চলার পথ কে সহজ করতে LG Global এর সহযোগিতায় Creating Smile – আমরাই করবো জয় সংগঠন এর আয়োজনে ৫৫ জন অসহায় প্রতিবন্ধি মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করার সুযোগ হয়েছে।
দিন রাতের পরিশ্রমের ফলে যখন শরীর মন বলছিল ভালো লাগছেনা কিছুই, তখনই এক প্রতিবন্ধি শিশুর মায়ের অশ্রুসিক্ত নয়নে আবেগ মাখা গলায় মাথায় হাত বুলিয়ে বলছিল “”বাবা তুই মোর বাপ গে, তুই মোর বাপ! তুই নিজে যায় মোর ছুয়াডাক খুজে বাইর করে হুইল চেয়ারখান দিলো মোর ছুয়াডা এলা আলো বাতাসে বেরাবা পারিবে।আল্লাহ তোর ভালো করিবে।””
তখন মনে হয়েছিল কোন ক্লান্তি নেই, নেই কোন গ্লানি,নেই কোনো অবসাদ যেন স্বর্গীয় সুখের দোলা লেগে গেল মনে।
এমন কিছু মা,বোন,ভাই, দাদা দাদীর মুখে এক ঝলক হাসি হৃদয়কে শীতল করেছে।
আর এই ভালোবাসাটুকু পাবার জন্যই স্বেচ্ছাসেবী হয়ে উঠার প্রচেষ্টা।
ধন্যবাদ এল জি ইলেক্ট্রনিকস আপনাদের মহৎ উদ্দ্যোগের মাধ্যমে সুযোগ পেয়েছি কিছু মানুষের পাশে দাড়াবার।
বক্তব্য শেষে সেই সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন অতিথিবৃন্দ, মিডিয়া কর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি।