শুভেন্দু চক্রবর্তী শুভ, নবীনগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের ২য়বছর পদার্পন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সারা দিন ব্যাপী নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী এই সংগঠনটির মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের উপদেষ্টা ডা. মো. তৌহিদুর রহমান হামিমের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী প্রান্তিক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগরমহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোজ্জাম্মেল হক, কন্টেন্ট ক্রিয়েটর এম এইচ ফয়সাল, বিবি নিউজের সম্পাদক মাহাবুর মোর্শেদ প্রমুখ।