
তিতাস নিউজ ডেস্কঃ
কর্ম জীবনের শেষ কার্যদিবস পালন ও আবেগ ঘন বিদায় মুহুর্ত।
আজ ১৯ অক্টোবর ২০২২ খ্রীস্টাব্দ। দিনটি খুব বেদনা দায়ক। প্রায় ৪০ বছর চাকুরী জীবন শেষে অবসরে চলে যাচ্ছেন নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আবুল খায়ের স্যার।গুণী এই শিক্ষকের বিদায় মুহুর্তে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা’র সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে দোয়ার আয়োজন করা হয়।
জানা যায়, শিক্ষক মো. আবুল খায়ের ১৯৬২ সালের ২০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন কাজলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুব ডানপিটে স্বভাবের ছিলেন। তিনি নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। তিনি ১৯৮০সালে কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা -ইন- ইনজিনিয়ারিং পাশ করেন।
পরবর্তীতে তিনি বি এস সি (ইন্জিনিয়ারিং) পাশ করেন।
১৯৮৩ সালের পহেলা মে তিনি নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন এবং কৃতিত্বের সাথে কর্মজীবন সমাপ্ত করেন।
পারিবারিক জীবনে তাঁর তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক ।
তিনি সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী ছিলেন। তাঁর অসংখ্য ছাত্র দেশ- বিদেশে বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। প্রিয় শিক্ষকের বিদায়ে উক্ত স্কুলের শিক্ষার্থী সহ সহকর্মী শিক্ষক বৃন্দরা আবেগ আপ্লূত হয়ে পরেন।
সুধী সমাজের মানুষজন, এই গুণী মানুষটির অবসর জীবনে সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।