তিতাস নিউজ ডেস্কঃ
মাদকের ভয়ংকর নেশা থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করুন,খেলাকে ভালবাসুন মাদককে ঘৃণা করুন এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন আদর্শগুড়িগ্রাম প্রবাসীদের উদ্দ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শক্রবার বিকেলে গুড়িগ্রাম খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় আদর্শগুড়িগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম গুড়িগ্রাম প্রবাসী স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করেন।আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার নির্ধারিত সময়ে ৫/২ গোলে জয়লাভ করে আদর্শ গুড়িগ্রাম স্পোর্টিং ক্লাব।
খেলায় দুটি গোল করে সেরা গোলদাতা নির্বাচিত হলেন প্রবাসী স্পোর্টিং ক্লাবের খেলোয়ার রাহুল,সেরা খেলোয়ার নির্বাচিত হলেন গুড়িগ্রাম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সোহান।
উক্ত ফাইনাল খেলায় বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোলাইমান ভূইয়া সোহাগ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামাল মেম্বার,শহিদুল ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূইয়া,মোঃ রিপন,মাসুম,হাজ্বী নান্নু মিয়া,আজাদ ভূইয়া,শাহাবুদ্দীন ভূইয়া,মোস্তাফিজ মাস্টার,ফারুক খন্দকার,হুমায়ুন প্রমুখ।
উক্ত খেলায় প্রধান রেফারি ছিলেন,মোঃ মামুন,ধারাভাষ্যকার ছিলেন মহসিন খন্দকার ও আব্দুর রহিম ভূইয়া।
খেলাটির প্রধান পরিচালক ছিলেন,আবু ফয়েজ ভূইয়া,সার্বিক সহযোগীতায় ছিলেন,আল আমিন,আশরাফুল ইসলাম সুহেল,মাসুদ ভূইয়া,মুকলেজ ভূইয়া,তোফাজ্জল ভূইয়া,এনামুল ভূইয়া,আবিদ ভূইয়া,শাকিল ভূইয়া,স্বপন ভূইয়া,আশরাফুল,সাদ্দাম ভূইয়া,রাব্বি,মনির,তুহিন।
খেলা শেষে জয়ী ও পরাজিত দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ