নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
পিঠা পুলি বাঙালির ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক। গ্রাম বাংলার পৌষ পাবনে প্রতি ঘরে ঘরে খুশির মা-বোনেরা তৈরি করে থাকে বিভিন্ন হরেক রকম সুস্বাদু রসালো পিঠা পুলি যা আজ ও গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করে চলেছে, সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল(২১/০১/২৩) সন্ধ্যায় স্থানীয় এনজিও হোপ কর্তৃক বাৎসরিক পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনন্দঘন পিঠা উৎসবে হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কলোলের সার্বিক ব্যবস্থাপনায়, পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম,এডাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস এম শাহীন, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক
তাহের উদ্দিন ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. হুমায়ুন কবির,
মো.নিয়াজ উদ্দিন, পরিচালক (অর্থ), কার্য নির্বাহী পরিষদের সকল সদস্য। উক্ত পিঠা উৎসবের পরিচালনায় ছিলেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওছার, এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা, হোপ কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল অথিতিগন এত সুন্দর আয়োজন করার জন্য হোপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।