তিতাস নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নবীনগর উপজেলা জাসদের(এডহক) কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ অক্টোবর) বিকেল ৪টায় নবীনগর বাজারের নিবারণ মার্কেটের তৃতীয় তলায় জাসদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পালিত হয়েছে।
এতে উপজেলা জাসদের(এডহক) কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম কে জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা জাসদের ও বিভিন্ন ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দ।
বক্তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নষ্ট করে বাংলাদেশকে একটি বিপথগামী রাষ্ট্র হিসেবে তৈরি করতে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে এখনো চলছে বলে দাবি করেন।
তারা আরো বলেন দুর্নীতি আর বৈষম্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মানুষের স্বাভাবিক জীবন,বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, মেহনতি মজদুর মানুষের মুখে হাসি ফোটাতে, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে জাসদের জন্ম হয়েছিল।
মানুষের অধিকার আদায়ে সোচ্চার জাসদ বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাহিনী দ্বারা মামলা হামলা রাহাজানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
তারপরও জাসদ এই পথ পরিহার না করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
অদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।
জাসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সময় তারা নবীনগর উপজেলাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রের দুর্ণীতিবাজ লুটেরা সিন্ডিকেটবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তাই জাসদের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে কেটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার(৫০)সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জাসদের নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।