নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে সরকারি যায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।আজ শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সাহসী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশরফ হোসাইন।
সরজমিনে গিয়ে দেখা যায় কুড়িঘর গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমান দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে বসাবস করে আসছেন।সরকারি জায়গা উচ্ছেধ করতে নবীনগরের সাহসী সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসাইন অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন বলেন,কুড়িঘর মৌজার ৪৮ সতক সরকারি জায়গা দখল করে বসবাস করে আসছিল।নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি।অভিযান কালে ১ টি পাকা ঘর উচ্ছেধ করা হয়।এখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হবে যাককে অপসারিত করা হয়েছে সে যদি ভূমিহীন হয় তাহলে তাকে ঘর দেওয়া হবে।আজকের অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ভূমি অফিস সহকারি সহ প্রশাসনের কর্মকর্তা যারা সহযোগিতা করেছে সকল কে ধন্যবাদ জানাচ্ছি।