ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নবীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আজ শনিবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সভার সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের সভাপতি মো. এমদাদুল বারি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহামুদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্চাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ সভাপতি এড. আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহামেদ মুসা, আতিকুল হক জালাল, মো. আলি আজম প্রমুখ।
সভার শুরুতে যুবদলের একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে স্থানীয় নেতাকর্মিদের উদ্যোগে কেইক কাটার আয়োজন করা হয়।