মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে স্কুল ছাত্রী সহ ২ জনের লাশ উদ্ধার।
আজ বুধরার বিকেল সাড়ে তিনটার দিকে নবীনগর উপজেলার সীতারামপুর নৌকাঘাট সংলগ্ন সদ্য নির্মিত ব্রিজের পিলারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে৷
জানা গেছে, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী সহ ২ জনের মৃত্যু ঘটে।
এই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী তিতাস নিউজ কে জানায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।