তিতাস নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় নবীনগর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, সহকারী কমিশনার ভূমি মাহামুদা জাহান, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার, পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন , বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।
এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।