মো. রুবেল মিয়া নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুরে তিন ব্যাবসায়ী সহ দুইজন মটরসাইকেল ড্রাইবার কে ৬ ২৭,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার দুপুরে শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে হাজ্বী সুইটস মিস্টান্ন ভান্ডার কে ২০ হাজার টাকা,সোহেল ফোন এন্ড ভ্যারাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা,খাইরুল ভ্যারাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা,২ মটরসাইকেল ড্রাইবার কে ১ হাজার টাকা সহ মোট ২৭ হাজার টাকা জরিমানা ও দুইটি মটরসাইকেল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসেন বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করি।অভিযান কালে ভোক্তা সংরক্ষণ ও সড়ক পরিবহন আইনে ৬ টি মামলায় ৬ জন কে ২৭ হাজার টাকা জরিমানা করি এবং দুইটি মটরসাইকেল এর কাগজ পত্র না থাকায় নবীনগর থানায় হস্তান্তর করি।তিনি আরো বলেন আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।