
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে মাটি ফেলে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় গ্রামবাসী।
গতকাল রবিবার দুপুরে অভিযোগ প্রদানের পর নবীনগর উপজেলা পরিষদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার জিনদপুরে মাটি ফেলে সরকারি খাল দখল করছেন এলাকার মো. হাছান উদ্দিন নামে এক প্রভাবশালী। এই খাল ভরাটের কারণে এলাকার ফসলি জমির পানি নিষ্কাশ সহ নানা সমস্যায় পরেছেন গ্রামবাসীরা।
মানববন্ধনের অশং নেয়া চার জন ইউপি মেম্বার সহ গ্রামবাসীরা জানান, এর আগেরও কয়েকবার হাছান উদ্দিন এই খালটি ভরাট করলে গ্রামবাসীর অভিযোগের কারণে উপজেলা প্রশাসন খালটি উদ্ধার সহ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এরপরও আবারো হাছান উদ্দিন প্রশাসনকে বৃদ্ধাঙ্গ নিয়ে দেখিয়ে খালটি পুনরায় ভরাট করছে। খালটি পুনরায় ভরাটকে কেন্দ্র করে এলাকায় বড় ধরণের সংঘাতের সৃষ্টি হবে।
এ বিষয়ে অভিযোক্ত মো.হাসান উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে খোঁজে পাওয়া যায়নি।পরে তার মোঠয়ফোনে ফোনদিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির বললে, সরকারি খাল মাটি ফেলে ভরাট করে দখল করা আইনতদন্ডনিয় অপরাধ। আমরা বিষয় টি তদন্তসাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবো।