
তিতাস নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সারে এগারোশো শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন, এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ।আজ শনিবার সকালে উপজেলার রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাগ বিতরন কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এসময় রছুল্লাবাদ ইউনিয়নের ১৩ টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এগারো’শ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠান এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রছুল্লাবাদ ইউএখান উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজির হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান।
৯৭ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের হোসেন হিমেলের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯৭ ব্যাচ শিক্ষার্থী এনআরবি কর্পোরেট ব্যাংক, ঢাকার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান ভুইয়া।
এলজি এম্বাসেডর চ্যালেঞ্জের আওতায় স্কুল ব্যাগ বিতরণের আজকের এই প্রজেক্টকে ঘিরে অনুষ্ঠানের সভাপতি আসাদ ভূয়সী প্রশংসা করেন, তিনি রছুল্লাবাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বরকম বিষয়ে ভবিষ্যতেও রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান বলেন, স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে শিক্ষার মান উন্নোয়নের লক্ষে এলজি কর্তৃপক্ষ সারাদেশে নানান কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের সকল দেশে এলজি মানবিক সহায়তা পৌছে দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রছুল্লাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খন্দকার মনির হোসেন,সাবেক চেয়ারম্যান আলী আকবর, এলজির একাউন্টিং এন্ড ট্যাক্স ম্যানেজার রেহান উদ্দিন, রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক। এসএসসি ৯৭’ব্যাচের জুবায়ের হোসেন হিমেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এসএসসি ৯৭’ব্যাচের মহিউদ্দিন, ছিদ্দিক, নান্টু এছাড়াও বক্তব্য রাখেন, জাফর ইকবাল, বরকত উল্লাহ্, আবুল হোসেন, মোসলে উদ্দীন মোছেন,শামীমুল আলম শামীম ও শাহীন।
সার্বিক তত্তাবধানে ছিলেন, ৯৭ ব্যাচের শফিক,আনোয়ার,সুমন,বোরহান,
হাবিব,সিদ্দিক,মোর্শেদ, নজরুল প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ৯৭’ব্যাচের ছাত্রছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী ও বিদ্যালয় সম্পৃক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।