ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখা বিএনপির সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পৌর এলাকার নারায়নপুর ডিএইচ কামিল মাদ্রাসা প্রঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর বিএনপির আহব্বায়ক গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সভার উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান ।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুল হক সাঈদ, বিএনপির কেন্দ্রী কমিটির সদস্য মো. সালাউদ্দিন ভূইয়া শিশির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড.এম এ মান্নান, জেলা বিএনপি নেতা মো. হাফিজুর রহমান মোল্লা কচি,মো. জহিরুল হক খোকন,
মো. নাজমুল করিম প্রমুখ।
পরে নবীনগর পৌর বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।