মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো. খাইরুল আমিনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নবীনগর পৌর এলাকার শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সালাউদ্দিন বাবু, সদস্য সচিব বাবু রঞ্জন সাহা, মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাউছার,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, হারুনুর রশিদ, শরিফ উদ্দিন, ইকবাল হোসেন আতিকুর রহমান, সাইদুর রহমান, আবু বকর বাবুল, কালাম, কাইয়ুম আহমেদ হৃদয়, সাংবাদিক হেলাল উদ্দিন সহ আরো অনেকেই।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মো.খাইরুল আমিন বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। আমারা বাবা সারা জীবন মানুষকে ভালোবেসে গেছে। আমার প্রয়াত বাবার পথ অনুসরণ করে আজকের এই শীতবস্ত্র বিতরণ করছি আমি। আসুন আমরা সবাই মানুষের পাসে দাঁড়াই।
এসময় উপস্থিত আওয়ামী লীগ নেতারা খাইরুল আমিনের এই শীতবস্ত্র বিতরণে মহতী উদ্যোগের প্রশংসা করেন।