নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেট কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিং এর প্রতিবাদ করায় ছাত্র-ছাত্রীদের উপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটেরা। গতকাল সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। বখাটেদের হামলার শিকার ছাত্র-ছাত্রীরা হলেন, আব্দুর রহমান, দীপ্তি, ফাহমিদা,ফারহানা, নাদিয়া, শুভ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটেদের হামলার শিকার ছাত্র-ছাত্রীরা সবাই নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী।
ঘটনার দিন গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক শামির স্যারের পশ্চিম পাড়ার ভাড়া বাসায় প্রাইভেট কোচিং শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে ১০-১৫ জন বখাটে ইভটিজিং করার সময় তাদের বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে। পরে স্থানীয়রা হামলায় আহত ছাত্র- ছাত্রীদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ছাত্র-ছাত্রীরা জানান,গত কয়েক মাস যাবত কোচিং করতে এসে আমরা প্রতিদিনই ইভটিজিং এর শিকার হোচ্ছিলাম। বিষয়টি আমাদের অভিভাবকদেরও জানিয়েছি। প্রতিদিনের মত ওইদিনও কোচিং শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ১৫-২০ জন সংঘবদ্ধ বখাটে আমাদের উপর আমাদের ইভটিজিং করতে থাকে।ইভটিজিংএর প্রতিবাদ করায় ওই বখাটেরা আমাদের উপর হামলা করে
আমাদের ছয়জনকে আহত করেন। আমরা এর কঠিন বিচার চাই।
ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, গত এক মাস আগেও
ইভটিজিংএর প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর উপর হামলা করেছে এই বখাটেরা। এঘটনায় স্থানিয় কাউন্সিলরের উপস্থিতিতে সামাজিকভাবে বিচারও করা হয়েছিল। ওইসব বিচারকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে তারা আবারো রাস্তায় দাড়িয়ে ইভটিজিং শুরু করেন।এবংপ্রতিবাদ করলে আমাদের সন্তানদের মারধর করে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি, এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
এবিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. আবু তাহের বলেন, যেসব ছাত্র-ছাত্রীদের উপর হামলা করা হয়েছে তারা এলাকার মেধাবী ছাত্র-ছাত্রী। এইসব বখাটেদের আইনের আওতায়এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নবীনগর থানার ওসি মো. সাইফদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে জানার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। দৃষ্টান্তমূলক প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।