শিরোনাম :
নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরনী নবীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নবীনগরে সংঘাত রুখতে দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার আটোয়ারীতে এক ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা কর্মবীর’ খ্যাত প্রকৌশলী বিপুল বণিকের বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ দাখিল ও প্রাসঙ্গিক দুটি কথা—–!!! বিজয়নগর উপজেলা সমিতি ঢাকার মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্টিত নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন পল্লবীর নবাগত ওসি মাহফুজুর রহমান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া শিরোনামে আলোচনা, আবৃত্তি ও বাউল গান অনুষ্ঠিত রানীশংকৈলে দুই পশুর হাটে অতরিক্তি খাজনা আদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মিলছে না প্রতিকার
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

নবীনগরে আ’লীগ নেতাদের সামনেই চেয়ার ভাঙচুর মারামারি 

প্রতিনিধির নাম / ৭২ বার
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

তিতাস নিউজ ডেস্কঃ  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় আ’লীগ নেতা সেলিম মিয়া ( ৫২ ) গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ।
জানা যায় , গত ৬ মাস পূর্বে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামালের বিদ্যাকুট ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয়েছিল । আগামী ইউনিয়ন সম্মেলনকে সফল করতে বিদ্যাকুট ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলর লিষ্ট যাচাই – বাছাই উপলক্ষে গত ৭ অক্টোবর বিদ্যাকুট ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
সভা চলাকালীন ৮ নং ওয়ার্ড কমিটি নিয়ে সেলিম মিয়া অসন্তোষ প্রকাশ করলে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সামনেই প্রতিপক্ষের  লোকজনের উপর অতর্কিত হামলা চালায় । এ ঘটনায় সেলিম মিয়া সহ উভয় পক্ষের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী  আহত হয়েছেন বলে জানা গেছে ।
উপজেলা আ’লীগের সহ – প্রচার সম্পাদক বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা প্রনয় কুমার ভদ্র পিন্টুর কাছে সেই দিনের ঘটনা জানতে চাইলে তিনি বলেন – আমরা চেয়ারম্যান অফিসে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ কাউন্সিলর তালিকা তৈরি করার জন্য সভা করছিলাম , এমন সময় বাহিরে চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পায় ।
এ বিষয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক বলেন , বর্ধিত সভা চলাকালীন দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটছে এবং দুপক্ষের প্রায় ৫-৬ জন আহত হয়েছেন । এতে পরিষদের বেশ কিছু চেয়ারও ভাংচুর করা হয়েছে ।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া জানান , আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান । ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন বাবু ৮ নং ওয়ার্ডে সাবেক বিএনপি নেতা জালাল মিয়াকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন । আমি বর্ধিত সভা চলাকালীন এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করলে সালাউদ্দিন বাবু ও জালাল মিয়ার কয়েকজন বহিরাগতভাবে আমার ও আমার লোকজনের উপর হামলা করেন ।
উপজেলা আওয়া মীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা জামাল জানান , কোন বিএনপি নেতাকে ওয়ার্ড আ’লীগের সভাপতি করা হয়নি । যাকে সভাপতি করা হয়েছে তিনি ( জালাল মিয়া ) ২০১১ সালের ওয়ার্ড কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন । তাছাড়া ১৯ টি ভোটের মধ্যে সে ১৫ ভোট পেয়ে সভাপতি হয়েছেন । যারা তাকে বিএনপি নেতা বলে প্রচার করছেন , এগুলো মিথ্যা প্রচারণা ।
বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন বাবু বলেন , আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা । এখানে দুপক্ষই আমার এবং কোন বিএনপি নেতাকে ওয়ার্ড কমিটির সভাপতি বানানো হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ