তিতাস নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অবৈধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নবীনগর পৌরসভা এলাকায় ৯টি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর)এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ওষুধ তত্বাবধায়ক তোফাজ্জল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জানান, নবীনগর পৌরসভা এলাকায় ১৫টি ওষুধ দোকানে নিয়মিত আইন-শৃঙ্খলা অভিযান পরিচালনা করি এর মধ্যে ইউনিক ফার্মা, লিটন ফার্মেসি, ইসলামিয়া ফার্মেসি, মা ফার্মেসি, হালিমা ফার্মেসি, আল মদিনা মেডিকেল হল, মায়া মেডিকেল হল, আল-আমিন মেডিকেল হল, ৯টিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায় পৃথক ভাবে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।