মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইউএনও একরামুল ছিদ্দিককে রাঙামাটির বরকল উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরীর সই করা পৃথক এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
অপর প্রজ্ঞাপনে নবীনগরের ইউএনও ক্ষেমালিকা চাকমাকে পদায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।
তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে এই বদলি করা হয়েছে। উনার স্থলাভিষিক্ত করা হয়েছে আরেক ইউএনওকে।