তিতাস নিউজ ডেস্কঃ
ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরাম আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার শান্তিনগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক বণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লিয়াকত আলী জুয়েলের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সেলিম রানা ও সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিত বনিকের প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন এফ.সি.এ, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ফোরকানুল ইসলাম, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ, প্রফেসর মোঃ সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, বিশিষ্ট আইজীবী ব্যারিস্টার আশরাফ হোসেন, ব্যাংক কর্মকর্তা শেখ শামসুদ্দোহা, সাংবাদিক সাইদুল আলম সোরাফ সহ আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় উপস্থিত অঅতিথিরা ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের নেতৃবৃন্দরাওও তাদের বক্তব্যে ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের আগামীর পথচলা আরো বেগবান ও শক্তিশালী করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতী ও ঢাকাস্থ লাউর ফতেহপুর ইউনিয়ন বন্ধন ফোরামের সমৃদ্ধি কামনায় মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ডাক্তার মিজানুর রহমান।