
মো. কবির হোসেন, নবীনগর থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে আমিন প্লাজার দ্বিতীয় তলায় গত ১৪ সেপ্টেম্বর বুধবার জনতা ব্যাংক লিমিটেড কৃষ্ণনগর বাজার শাখা নতুন ভবনে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
এরপর তিনি শাখার সম্মানিত গ্রাহকদের নিয়ে কেক কেটে শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার সহকারী মহাব্যবস্থাপক মো:নূরুজ্জামান খান ও বিভাগীয় কার্যালয় কুমিল্লা এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসেন।
জনতা ব্যাংক লিমিটেড কৃষ্ণনগর বাজার শাখার ব্যবস্থাপক শিপার আহাম্মেদ এর সভাপতিত্বে ও শাখার সিনিয়র অফিসার কামরুল হোসেন এর সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফেরদাউসুর রহমান,
গভর্নিং বডির সভাপতি ও কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মলাই মিয়া, আমিন প্লাজার মালিক আল আমিন মুন্সি, ৫ নং ওয়ার্ড মেম্বার নুরে আলম কুহিনূর, মেসার্স শাপলা ব্রিকস এর মালিক অলেক মিয়া, রহিছ মিয়া, নুরুল ইসলাম, আবু নছর সরকার, জনাব আবদুল খালেক সরদার,জয়নাল আবেদিন, ৮ নং ওয়ার্ড এর মেম্বার মোস্তফা কামাল, মোঃ জাকির হোসেন,সানা উললাহ সহ শাখার সম্মানিত গ্রাহকগন ও এলাকার সাংবাদিক কবির হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে জনতা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
জনতা ব্যাংক লিমিটেড কৃষ্ণনগর বাজার শাখা।