শিরোনাম :
নবীনগর উপজেলা আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন দুর্বৃত্তদের গুলিতে নিহত শিবপুর উপজেলা চেয়ারম্যান, হারুন অর রশিদ খানের জানাজায় লাখো জনতার ঢল নবীনগরে ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  মাধবদীতে রাইন ওকে মার্কেট কমপ্লেক্স পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন নবীনগরের এসিল্যান্ড মাহমুদা জাহান সানরাইজ স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত কোরবানীর ঈদকে সামনে রেখে মহিয লালন পালন করে বিক্রির জন্য প্রস্তুত শিবপুরের এক খামারি  আশুগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নবীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরনী
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৮ অপরাহ্ন

কবিরাজের ভুল চিকিৎসায় রাণীশংকৈলের এক প্রতিবদ্ধি হাসপাতালে

প্রতিনিধির নাম / ৭ বার
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নাজমুল হোসেন,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গ্রাম্য কবিরাজের চিকিৎসার বলি হতে চলছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার মাধবপুর গ্রামে এক অসহায় প্রতিবদ্ধি। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লিভারের সমস্যা নিয়ে চিকিৎসায় রয়েছে। খরচ যোগানোও সম্ভব হচ্ছেনা পরিবারের পক্ষে ।

শুক্রবার (১৯ মে) সরেজমিনে গেলে প্রতিবদ্ধির ভাই শামসুল হক জানান মাসখানের পূর্বে ঘন প্রসাবের যন্ত্রনায় স্থানীয় কবিরাজ মামলুতের নিকট আমার অন্ধ প্রতিবদ্ধি ভাই আমিরুল ইসলাম (৩৮) কবিরাজি ঔষুধ খায়। এর পর হতে তার পেট ফুলতে থাকে বর্তমানে চিকিৎসার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানকার মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিকিৎসক ডাঃ ফজলে এলাহী জানান ভুল কবিরাজি চিকিৎসার কারণে আমিরুলের পেট ফুলা, লিভার ফুলা ও পেটের নারীগুলির পচন ধরেছে।
প্রতিবেশি জাকির হোসেন বলেন আমাদের কাতিহার বাজারে কবিরাজের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সামান্য গাছ গাছালি দিয়েই তারা নগদে টাকা পাচ্ছে।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
আমিরুলের চিকিৎসা প্রসঙ্গে জানতে চাওয়া হলে কবিরাজ মামলুত জানায় ঘন প্রসাবের কারণে তাকে হরতোকি, বহরা ও বেলের চাম খাওয়ানো হয়েছিল। তাছাড়া আমিতো এত বড় কবিরাজ নই। অন্যের কাছে ওষুধ নিয়ে ছামে কুটে রোগীদের ওষুধ দেই। আমার কোন সরকারী বৈধ্য লাইসেন্স নেই শহরের বকুল কবিরাজ আমার গুরু।

এপ্রসঙ্গে রাণীশংকৈল হাসপাতালের আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, কবিরাজদের কোন চিকিৎসার বৈধ্যতা থাকেনা, তারা মুখের উপর চলে। তাছাড়া হরতোকি, বহরা ও বেলের চাম এক সাথে খেলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে। গ্রাম্য কবিরাজদের ভুল চিকিৎসার জন্য তাদের আইনের আওতায় আনা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ