হোমনা প্রতিনিধি (এমএ কাশেম ভূঁইয়া হোমনা) ৪ ডিসেম্বরঃ
কুমিল্লার হোমনা পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল এর নিকট এ জমা দেন। এদিকে আ’লীগ ও জাতীয় পার্টির একক প্রার্থী হলেও বিএনপি’র দু’জন বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, পৌর মেয়র পদে ৮জন, নারী কাউন্সিলর পদে ৯জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন মনোনয়পত্র জমা দেন। মেয়র পদে আ’লীগের মনোনীত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপির মনোনীত আবদুল লতিফ, জাতীয় পার্টির মনোনীত উপজেলা সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী। বিএনপি’র বিদ্রোহী হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আলমগীর সরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা সভাপতি আবদুল হাকিম, স্বতন্ত্র মো. জহিরুল হক ও খোদেজা বেগম। বৃহস্পতিবার সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেন। বেলা ১১টার দিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ইসমাইল হোসেন সিরাজী, সাড়ে ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল লতিফ, আড়াইটার দিকে আ’লীগ মনোনীত মো. নজরুল ইসলাম সমর্থকদের নিয়ে মনোনয়পত্র জমা দেন।
রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেন, হোমনায় উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।