Home / হোমনার খবর / হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে মত বিনিময় সভা

হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে মত বিনিময় সভা

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে হিন্দু সম্প্রাদায়, কমিউনিটি পুলিশিং, সাংবাদিক, মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । হোমনা থানার উদ্যোগে গতকাল শনিবার সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন,কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার মো.আবুল কাশেম প্রধান, হোমনা পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার।

থানার এস আই নাজমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, জসীম উদ্দিন সওদাগর , নাজিরুল হক ভূইয়া, মো.শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি, মো. জালাল উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকার,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম, হোমনা ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া,হোমনা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, মাওলানা মুফতি সাইদুর রহমান,উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ভৌমিক,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরি, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার সাহা, ঘারমোড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আলী নোয়াজ প্রমুখ ।

Check Also

অসহায় এক শ্যামার জীবন কাহিনী

তিতাস নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, শ্যাম নগর তার নাম, সে গ্রামের ষোড়শী কুমারী শ্যামা ...