Home / হোমনার খবর / হোমনায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন

হোমনায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
কুুমিল্লার হোমনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বৈশাখী ভাতা, শিক্ষক-কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা,বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) হোমনা শাখার উদ্যোগে রোববার বিকাল ৩ টার দিকে হোমনা প্রেস ক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি হোমনা উপজেলা শাখার সভাপতি ও নিলখী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. সামসুল হক সরকার, সাধারণ সম্পাদক ও আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কে এম আতিকুর রহমান, ,সহ সভাপতি ও কলাগাছিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব,সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম, সহ সভাপতি ও নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হোসেন, যুগ্ন সম্পাদক মো. আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক মো. খোরশেদ আলম, সহকারী শিক্ষক মো. আবদুর রাজ্জাক, মো. ছানাউল্লাহ,মমিনুল ইসলাম প্রমুখ।

Check Also

অসহায় এক শ্যামার জীবন কাহিনী

তিতাস নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, শ্যাম নগর তার নাম, সে গ্রামের ষোড়শী কুমারী শ্যামা ...