আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষক,শিক্ষার্থী, আলেম-ওলামাগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কওমী, আলিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে গতকাল সোমবার ১১ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ভূইঁয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম, ছিদ্দিকুর রহমান আবুল , হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহম্মদ নিজামী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান,রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইমাম হোসেন. হোমনা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মো. আবদুস ছাত্তার, বাগমারা মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মো. নুরুজ্জামান,হোমনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন, বাগমারা মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. তাজুল ইসলাম,হোমনা আলিয়া মাদ্রাসার সহসুপার মাওলানা আবদুল মালেক,মাওলানা আবদুল হক,শিক্ষার্থী এএসএম, নুরুন্নবী প্রমুখ।