Home / হোমনার খবর / হোমনায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

হোমনায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা ডিগ্রি কলেজের বধ্য ভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোক প্রজ্জোলন কর্মসূচী পালিত হয়েছে। হোমনা প্রতিভা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কলেজ প্রাঙ্গনে অবস্থিত বধ্য ভূমিতে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচী পালন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।

হোমনা ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রতিভা সাংস্কৃতিক সংস্থার সভাপতি মো. ইকবাল হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোশারফ হোসেন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য চন্দন লাল রায়,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভূইয়া, হোমনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জসীম উদ্দিন লিটন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, পৌর সভাপতি রাজিব চৌধুরী, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সেলিম, কলেজের গভর্নিং বডির সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, হোমনা ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।পরে সকল বুদ্ধিজীবিদের বিন¤্র শ্রদ্ধা ও আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

Check Also

অসহায় এক শ্যামার জীবন কাহিনী

তিতাস নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, শ্যাম নগর তার নাম, সে গ্রামের ষোড়শী কুমারী শ্যামা ...