হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনার বীর মুক্তিযোদ্ধা ও হাবিলদার আব্দুল বারী সরকার (৭৫) গত রবিবার সকাল ৯টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী………..রাজিউন)। তিনি ্উপজেলার মহিষমারী গ্রামের মৃত চান মিয়া সরকারের পুত্র। সন্ধ্যায় গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্্রীয় মর্যাদা দেয়া হয় এবং জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, থানা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল, উপজেলা আ’লীগের পক্ষ থেকে আ’লীগ সেক্রেটারী একেএম ছিদ্দিকুর রহমান আবুল, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধানসহ সর্বদলীয় ও সুশিল সমাজের নেতা কর্মী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বিশিষ্ট এই ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানান। তার জানাজা নামাযে হাজারো মানুষের ঢল নেমে আসে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৩পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হোমনা, তিতাস ও মেঘনার সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা সংগঠন, সাংবাদিকবৃন্দ, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় এমপি ও ধর্ম মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য মোঃ আমির হোসেন ভূইয়া, হোমনা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সেক্রেটারী একেএম ছিদ্দিকুর রহমান আবুল, তিতাস উপজেলা আ’লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সদস্য সচিব মোঃ মহসিন ভূইয়া, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম মাষ্টার, দৈনিক কিষানের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মফিজুর রহমান লিলু, উপজেলা যুবলীগের আহবায়ক মুন্সি মোঃ মজিবুর রহমান,হোমনা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল হাসান সাহিন, প্রচার সম্পাদক নুরুজ্জামান মিন্টু, তিতাস প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, গ্রামবাংলার খবর পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন (ভিপি), ছাত্রদল সভাপতি জহির, নাট্যকার অভিনেতা ও সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, তার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এসময় মরহুমের জীবনের প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হতে দেখা যায়। জানাযা পূর্ব আলোচনায় বিভিন্ন বক্তারা বলেন, বাংলাদেশে তরে এই একাত্তরের রণযোদ্ধার অবদান ছিলো বলেই আজ আমরা গর্বীত।
এমএ কাশেম ভূঁইয়া
হোমনা প্রতিনিধি