Home / হোমনার খবর / হোমনায় পিএসসি পরীক্ষার্থী ৫১০৩জন, ইবতেদায়ী পরীক্ষার্থী ৩৪১জন

হোমনায় পিএসসি পরীক্ষার্থী ৫১০৩জন, ইবতেদায়ী পরীক্ষার্থী ৩৪১জন

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
আজ প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিকা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। সারা দেশে পিএসসি পরীক্ষার্থী মোট ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন, ইবতেদায়ী ২ লাখ ৯৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করবে । হোমনা উপজেলায় পিএসসি পরীক্ষার্থী মোট ৫১০৩ জন এর মধ্যে বালক ২২৮১ জন, বালিকা ২৮২২ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী মোট ৩৪১ জন এর বালক ২৩৯ জন বালিকা ১০২ জন। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হোমনা উপজেলা মোট পরীক্ষা কেন্দ্র ১৪ টি। হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬০৭ জন, গোয়ারীভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২০ জন, মাথাভাংগা ভৈরব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯১ জন,দড়িচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২৮ জন,রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৪৭ জন, নিলখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী ৩৮৩ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৪০ জন, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী ৪৫৩ জনএবং ইবতেদায়ী পরীক্ষার্থী ২০জন, চান্দেরচর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী২১৭ জনএবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৩২জন, পশ্চিম কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পিএসসি পরীক্ষার্থী ৫৭০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৫৪ জন, দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী ৫৫০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৩৮ জন, রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩৯৫ জন, কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী ৩৪৮জনএবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৩০ জন,অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী ২৯৪ জনএবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৭৬ জন, হোমনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থ ৩০০জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৫১ জন অংশ গ্রহন করবে।

জানা যায়, গত বছরের চেয়ে ২০১৬ সালে পিএসসি পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীর হ্রাস পেয়েছে।

Check Also

অসহায় এক শ্যামার জীবন কাহিনী

তিতাস নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, শ্যাম নগর তার নাম, সে গ্রামের ষোড়শী কুমারী শ্যামা ...