প্রতিনিধি হোমনা (কুমিল্লা)
“দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলার শুভউদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালক (পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প) সারওয়ারী মেহেদী মোবারক, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম ও শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক মোল্লা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মহসীন সরকার প্রমুখ। মেলায় স্থানীয় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধিবৃক্ষের ১৭টি বৃক্ষের স্টল বিক্রির জন্য উম্মুক্ত করে দেয়া হয়।
