তিতাস নিউজ (এমএ কাশেম ভূঁইয়া, হোমনা): কুমিল্লার হোমনায় আশেকে রাসূল (সঃ) মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহি মহিষমারী ছোট নদীর পারে মহিষমারী আশেকে রাসূল পরিষদের আয়োজিনে এ মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সূফী স¤্রাট বীর মুক্তিযোদ্ধা হযরত মাহবুব এ খোদা দেওয়ান বাগী (মাঃ জিঃআঃ) হুজুর কেবলা জানের ৬৬তম শুভ জন্ম বার্ষিকী স্মরনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন, বালাদেশ বেতার, মাই টিভি ও মোহনা টিভি’র ধর্ম বিষয়ক আলোচক লিখক ও গবেষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাছ্ছেরে কোরআন হযরতুল আল্লামা আশেকে রাসূল সাব্বির আহমেদ ওসমানি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, দেওয়ান বাগ দরবার শরিফের অন্যতম প্রতিনিধি আশেকে রাসূল মো. গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ১নং মাথাভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা মো. নাজিরুল হক ভূঁইয়া, আশেকে রাসূল ফরিদ সিকদার, এ.আর আব্দুল ওহাব, সাপ্তাহিক গ্রামবাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন লিটন, বাতাকান্দি নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এআর মাইনুল সরকার, এআর কামরুল ইসলামসহ এলাকার মুক্তিকামী শত শত আশেকে রাসূলদের মিলন মেলায় মহান এই আল্লাহর অলীর জন্মদিনে খুশিতে আনন্দ বয়ে যায়। একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের ন্যায় উদযাপন করতে দেখা যায়। অনুষ্ঠান শেষে আখেরী মোনাজাতের পর উন্নত মানের তাবারক বিতরন করা হয়।

হোমনায় সূফী স¤্রাটের ৬৬তম শূভ জন্ম দিনের কেক কাটছেন স্থানীয় আশেকে রাসূলগণ।