আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি:
‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে,কৌশলসমূহ বলতে হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা , হোমনা পৌর মেয়র এ্যাডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা কৃষিকর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নোমান,ইউপি চেয়ারম্যান জসীস উদ্দিন সওদাগর,মো. শাহজাহান মোল্লা, মো. নাজিরুল হক ভূইয়া, মো. জালাল উদ্দিন খন্দকার,মো. তাইজুল ইসলাম প্রমুখ ।
প্রমুখ ।