ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে ন্যাড়া করে গ্রামছাড়া করার হুমকিদাতা মাতবরদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম দুখিরাম বর্মণ। সোমবার দুপুরে জেলার ফুলবাড়ীয়া উপজেলার হাতিলেইট বিলপাড়া গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব জানান, তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ‘স্বামী-স্ত্রীকে ন্যাড়া করে গ্রামছাড়া করার হুমকি মাতবরদের’ শিরোনামে ঢাকাটাইমসে সংবাদ প্রকাশের পর পুলিশের তৎপরতা শুরু হয়।
সংবাদে বলা হয়, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামী-স্ত্রীকে একত্রে বসিয়ে মাথা ন্যাড়া করে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে গ্রাম্য সালিশকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে তাদের ৪০
হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের গ্রাম থেকে বিতারিত করা হবে।
বুধবার রাতে জেলার ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ভুক্তভোগীরা হলেন- কয়েস কোচ ও তার স্ত্রী লক্ষ্মী রানী কোচ।
গ্রাম্য মাতবরদের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছেন এই দম্পতি। এলাকার লোকজনও ক্ষুব্ধ হয়ে উঠছেন এই সালিশকারীদের ওপর।
জানা যায়, ওই গ্রামের জনৈকের স্ত্রীর নামে অপবাদ দেয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দা চন্দন বর্মণ, রূপচান, নরেন, পাইলট, পরেশ, কালি মহন বর্মণসহ আরো কয়েকজন নামধারী মাতবর সালিশের আয়োজন করেন।
তবে, সালিশকারীরা অভিযোগের সত্যতা পাননি। তারপরও নিজেদের ক্ষমতা প্রকাশ করতে স্বামী-স্ত্রীকে একত্র করে জুতাপেটা, মাথা ন্যাড়া করে দেয় এবং পরে জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে।
তাদের ধার্যকৃত জরিমানার ৪০ হাজার টাকা সোমবারের মধ্যে দেয়া না হলে গ্রামছাড়া করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।