তিতাস নিউজঃ গত ৮ মার্চ ২০১৭ তারিখে বৃটিশ কাউন্সিলের স্কুল এম্বাসডর মোহাম্মদ শাহজামান শুভ এর পরিচালনায় International School Award (ISA) এর ওয়ার্কসপ হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম।
প্রধান অতিথি জনাব মো নজরুল ইসলাম মাধ্যমিক শিক্ষায় আইসিটির ব্যবহার ও কো-ক্যারিকুলাম ভিত্তিক এক্ট্রিভিটিজের প্রতি গুরুত্ত্ব আরোপ করেন। এই সময় উপস্থিত ছিলেন হোমনা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফজলে রাব্বি, বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ) হোমনা শাখার সভাপতি জনাব মো.শামছুল হক সরকার , বাংলাদেশ শিক্ষক সমিতির হোমনা শাখার সাধারণ সম্পাদক জনাব কে.এম. আতিকুর রহমান এবং বেসরকারি শিক্ষক সমিতি(বাশিস) হোমনা শাখার সভাপতি জনাব মো.ইব্রাহীম, বেসরকার শিক্ষক সমিতির হোমনা শাখার সাধারণ সম্পাদক জনাব এ টি এম মফিজুল ইসলাম শরিফ ।
অনুষ্ঠানের প্রথমাংশে International School Award (ISA) এর বিস্তারিত আলোকপাত করেন বৃটিশ কাউন্সিলের স্কুল এম্বাসডর মোহাম্মদ শাহজামান শুভ এবং দুপুরের খাবারের পর স্কুলস অনলাইনের রেজিস্ট্রেশন ও পার্টনারসীপ এর বিস্তারিত আলোকপাত করেন বৃটিশ কাউন্সিলের কো-অর্ডিনেটর হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয়ের আই সি টি শিক্ষক এবং শিক্ষা বার্তার ব্যুরোচীপ জনাব আমিনুল ইসলাম। উক্ত ওয়ার্কসপে হোমনা-তিতাস উপজেলার ২৯টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।