Home / ইসলামী জীবন / সৌদিসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরু বৃহস্পতিবার

সৌদিসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরু বৃহস্পতিবার

১৮ জুন (তিতাস নিউজ): মঙ্গলবার সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাসের তারিখ গণনা শুরু হবে বলে ঘোষণা করেছে সৌদি সুপ্রিম কোর্ট।

এদিকে, রমজান মাসে ইবাদত-বন্দেগি সুন্দর-সুশৃঙ্খল ও নিরবিচ্ছিন্ন করতে মক্কার হারাম শরীফ, মদীনার মসজিদে নববীসহ অন্য মসজিদগুলোতেও রোজাদারদের ইফতার করাতে মসজিদের পাশে ছোট-বড় তাবু টাঙানোসহ নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Check Also

কোয়ান্টাম ফাউন্ডেশনের ২৫ ও ২৬ ডিসেম্বরের দুই দিনের আনুষ্ঠানিক করসেবা (মাটির ব্যাংক)

ঈদে মিলাদুন্নবী (স) করসেবা——————————————————— ২৫ ডিসেম্বর, ২০১৫ নবীজী (স)-এর অনুসৃত মেহনতের পথই সাফল্যের পথ আমরা ...