২৫ ফেব্রুয়ারি (তিতাস নিউজ): উর্ধ্বতনে সেনা কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে গ্রেফতার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ (বুধবার) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মান্নার ১০ দিনে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে দেয় আদালত।
এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় মান্নাকে। সেনাবিদ্রোহের উসকানি দিয়ে সরকার উৎখাতের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানান গুলশান থানার এসআই আব্দুল বারী।