
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ
দীর্ঘদিন পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সরকারি নির্দেশনার আলোকে সারা বাংলাদেশে এক যুগে অনুষ্ঠিত হয়েছে।

দ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, ইচ্ছাময়ী গার্লস স্কুলে একযোগে পরীক্ষা সকাল ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩৫৬ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ২১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১৮৫ জন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক বলেন পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। আইনশৃঙ্খলা সহ আমি সব দিকে খবরা-খবর রাখছি। পরীক্ষা সম্পর্কে শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল চৌধুরী বলেন সকাল থেকে এক যুগের চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি সব কেন্দ্র পরিদর্শন করেছি কোন কেন্দ্রে কোন সমস্যা ছাড়াই পরীক্ষার সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।