১১ আগস্ট (তিতাস নিউজ): বাংলাদেশে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ জানিয়ে আগামী ১৯শে আগস্ট সমাবেশ করবে বিএনপি। এছাড়া, এ দলটি গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে ১৬ আগস্ট কালো পতাকা হাতে মৌন মিছিল করবে।
গতকাল রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের শরিকদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সমাবেশ কোথায় হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
এছাড়া বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের জেলা সফর বিষয়ে আলোচনা হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অবিলম্বে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানানোর পাশাপাশি লঞ্চ উদ্ধারে সরকারের ব্যর্থতা এবং তোবা গার্মেন্টসের শ্রমিক নির্যাতনের নিন্দা জানানো হয়। বৈঠকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বলেও জানান তিনি।