নিজস্ব প্রতিনিধি:
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা এখনও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। তারাই ১৫ আগস্ট, ১৭ আগষ্ট ও ২১ আগষ্টের মূল হোতা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায় এবং দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায়’। তিনি তাদের হুঁশিয়ার করে বলেন, ‘আপনাদের চক্রান্ত বন্ধ করুন। নতুবা দেশের মানুষ আপনাদের রেহায় করবে না’। তিনি ২৫ আগস্ট বৃহস্পতিবার মেঘনা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উক্ত জনসভায় মেঘনা উপজেলা চেয়ারম্যান আঃ ছালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, তাজুল ইসলাম তাজ, অ্যাড. জালাল, হালিমা আক্তার, হারুন চেয়ারম্যান, আঃ বাতেন চেয়ারম্যান, শফিক মাষ্টার, আব্দুর রাজ্জাক, হুমায়ন চেয়ারম্যান, মুজিবুর রহমান, আলমগীর রহমান, আব্দুল্লাহ আল বাকী শামীম, শাহ আলম, লিটন আব্বাসী, মিলন সরকার, আফজল সরকার টিপু প্রমূখ।
মো.আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:২৫-০৮-১৬