৩ অক্টোবর (তিতাস নিউজ): ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং বহিষ্কৃত ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে আজ (শুক্রবার) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করেছে কয়েকটি ইসলামি সংগঠন।
জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে কয়েকটি ইসলামি সংগঠন বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করেই ইসলামি দলগুলোর হাজার হাজার সমর্থক মিছিল বের করে। মিছিলটি পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসে শেষ হয়। পরে সেখানে বিশাল সমাবেশ করে তারা।
এর আগে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে শত শত পুলিশ সদস্য অবস্থান নেয় এবং মসজিদে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হয়। এতে অনেক মুসল্লি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।