তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতের পর এবার বাংলাদেশে ফ্রি ইন্টারনেট সেবা চালু হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হচ্ছে। ইন্টারনেট ডট ওআরজির (internet.org) প্রকল্পের মাধ্যমে রোববার থেকে এ সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশে ফেসবুকের এই প্রকল্পটিতে ইতোমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি।
ফ্রি ইন্টারনেট সেবার প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে রয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম, নকিয়া এবং ফেসবুক। প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও অন্যান্য মোবাইল প্রযুক্তি কোম্পানির সঙ্গে এই ইন্টারনেট সেবা নিয়ে সামগ্রিক সহযোগিতার উদ্যোগ নেয় ইন্টারনেট ডটওআরজি।