নিজস্ব প্রতিনিধি॥
রোটারী ক্লাবের ওয়ার্ল্ড প্রেসিডেন্ট গ্যারী সি কে হুয়াং ও ওয়াল্ড ফাস্ট লেডি কোরিনা ইয়াও ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক রোটারী ডে’র অনুষ্ঠানে নবগঠিত ‘রোটারী ক্লাব অফ দাউদকান্দি’-এর প্রেসিডেন্ট অধ্যাপক নূরুল গনি, জেনারেল সেক্রেটারী কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান, সদস্য মো: জিয়াউর রহমান, মোহাম্মদ সুমন সরকার, মো: সফিউল বাশার সুমন, মো: শাহীন মুন্সী, মো: শওকত হোসেন, রতন চন্দ্র দেকনাথ, মো: আশিকুর রহমান প্রমুখকে ব্যাজ পরিয়ে দেন এবং অভিনন্দন জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গর্ভনর ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, পিএইচপি পরিবারের চেয়ারম্যান রোটারীয়ান আলহাজ্ব সূফী মো: মিজানূর রহমান ও তাঁর স্ত্রী মিসেস তাহমিনা রহমান, রোটারিয়ান পিডিজি এম এ আউয়াল, পিডিজি এম আমিনুজ্জামান ভূঁইয়া, পিডিজি এম এ আহাদ, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট এম. ওয়াদুদ উল্লাহ, পিএইচএফ আবু আজমল পাঠান, পিপি আনিসুর রহমান আখন্দ (জিএসআর), রোটারিয়ান রফি আহমেদ, রোটারিয়ান হাবীব মহিউদ্দিন, রোটারিয়ান ফিরোজ মাহমুদ প্রমূখ।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ: ০৩.১২.১৪