আজç ২৪শে এপ্রিল মর্মান্তিক “রানা প্লাজা” ট্রাজেডি দিবস। ২০১৩ এর এই দিনে মালিক পক্ষের গাফিলতি ও অবহেলায় সাভারের রানা প্লাজা বিধ্বস্ত হয়ে সহস্রাধিক শ্রমিক নিহত হয়। এটিই এখন পর্যন্ত বর্তমান শতকের সবথেকে বড় বিল্ডিং দূর্ঘটনা।বিধ্বস্ত হওয়ার কয়েকদিন আগেই রানা প্লাজা বিল্ডিং এ একাধিক ফাটল তৈরী হলে শ্রমিকরা কাজ করতে অনীহা প্রকাশ করে। তখন রানা প্লাজার মালিক ও সেখানকার কয়েকটি গার্মেন্টেসের মালিকপক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের কাজ করতে বাধ্য করে। পরিনতিতে সবাই কাজ করার সময়ে রানা প্লাজা বিধ্বস্ত হয়। সেখানে প্রায় চার হাজার শ্রমিক কাজ করছিলো।এক হাজার একশতাধিক মানুষ নিহত হয়,অনেকে আজও নিখোঁজ, অনেকে পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবন যাপন করছে।
