ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ
বিয়ে করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। কনে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা ইসরাত বারী তৃণা।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
কনে তৃণা পেশায় একজন চিকিৎসক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ার বাহাদুর হোসেন পলাশের মেয়ে। তৃণা চীন ছাত্রলীগের সাবেক সভাপতি।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইসরাত বারী তৃণার সঙ্গে রাব্বানী ভাইয়ের পূর্ব পরিচয় ছিল। তৃণা চীন থেকে ডাক্তারি পাস করেছেন। আজ অনেকটা ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়েছে।’
খায়রুল আলম আরও বলেন, অনুষ্ঠানে তেমন বেশি অতিথি উপস্থিত ছিলেন না। বিকেলে নববধূকে নিয়ে গেছেন রাব্বানী ভাই।