তিতাস নিউজ ১৯ অক্টোবর ২০১৫ঃ তিতাসের অবহেলতি চরাঞ্চল সাতানী, চরকুমিরুয়া,বারকুনিয়া মহিষমারি, নয়াকান্দি,তাতুয়াকান্দি প্রভৃতি অঞ্চলে মাধ্যমিক বা নিম্ন-মধ্যমিক বিদ্যালয় নাই। সাতানী, চরকুমিরুয়া,বারকুনিয়া, নয়াকান্দি,তাতুয়াকান্দি এলাকাবাসীর উদ্যোগে ২০০৪ সালে চরকুমিরিয়া স্থাপিত করেন কাঠালিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।
গন-প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত ২৯-০৭-২০০৫খ্রী. তিতাসের কাঠালিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর শুভ উদ্ভোধন করেন। তারপর থেকে দুই বছর বিদ্যালয় চলার পর স্তিমিত হয়ে বিদ্যালয়টি।